জাতীয় কবির জন্মভিটা : মাহবুব মাসুম

জাতীয় কবির জন্মভিটা : মাহবুব মাসুম
অন্যধারা২৪ : অনেক আগে থেকেই ইচ্ছে ছিলো সুযোগ পেলে আমাদের জাতীয় কবির জন্ম ভিটা দেখে আসবো। কেমন কুঁড়ে ঘরে তাঁর জন্ম হয়েছিল। কেমন ছিলো তার গ্রাম, চারপাশ ও বাল্যকাল। হঠাৎ সুযোগ করে গত বছর দেখেও এসেছি। কিন্তু এ নিয়ে কিছু লিখবো লিখবো বলে আর লেখায় হয়নি। তবে যে অবস্থা দেখে এসেছি তা নিয়ে লিখতে গেলে দু-চার পাতায় শেষ হবে না।
সত্যি বলতে জাতীয় কবির জন্মভিটা ও পরিবার নিয়ে লিখতে বড় কষ্ট লাগে। এতো অবহেলিত পরিবার দুই বাংলার কোথাও আছে কি না আমার জানা নেই। এখনো সংরক্ষণ করা হয়নি নজরুলের জন্মভিটা। পশ্চিমবঙ্গ সরকারও কোন আর্থিক সহায়তা করেনি। সরকারের পক্ষ থেকে জন্মভিটায় নজরুল একাডেমির পৃষ্ঠপোষকতা করার কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ