মাহে রমজানের সওগাত-১৩

মাহে রমজানের সওগাত-১৩
মুহম্মদ আলতাফ হোসেন : পবিত্র মাহে রমজানের আজ ত্রয়োদশ দিবস। মাহে রমজানের দ্বিতীয় দশক অর্থাৎ মাগফিরাত বা ক্ষমা লাভের দশক অতিক্রম করছি আমরা। মহান আল্লাহর ক্ষমা লাভের প্রধানতম উপায় হচ্ছে পবিত্র কুরআনুল করীমের দিক নির্দেশনা অনুসরণ করা। আর মাহে রমজান হচ্ছে আল-কুরআন নাজিলের মাস। মহান আল্লাহ বলেন, রমজান মাস যাতে ও যার সম্বন্ধে পবিত্র কুরআন নাজিল হয়েছে। যে কুরআন মানুষ জাতির পথ প্রদর্শক এবং সত্য ও অসত্যের মধ্যে পার্থক্যকারী। অতএব যারা এই মাস প্রত্যক্ষ করবে তাদের রোজা পালন করতে হবে (সুরা আল-বাকারা : আয়াত ১৮৫)। পবিত্র কুরআন হচ্ছে মহান আল্লাহর নজিলকৃত সর্বশেষ কিতাব ও বিধান, আল্লাহর কালাম এবং তার আদেশ ও নিষেধ। এর মাধ্যমে তিনি মানুষকে আইন ও জীবন ব্যবস্থা দিয়েছেন। পবিত্র কুরআন নাজিল হওয়ার কারণেই পবিত্র মাহে রমজান সম্মানিত ও মূল্যবান। বোখারী ও মুসলিম শরীফের হাদীসে রয়েছে, 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ